আমুদরিয়া নিউজ : লাদাখে চিনের নতুন ভূখণ্ড তৈরি নিয়ে দুই দেশের মধ্যেই উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সম্প্রতি, জি ২০-র এক সম্মেলনে, চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে দেখা করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বসেছে এই বৈঠক। সেখানেই, শুক্রবার ওয়াং ই-র সঙ্গে দেখা করেন তিনি। জানা গিয়েছে, ভারত ও চিনের সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখা, কৈলাস মানস সরোবর যাত্রা, বিমান সংযোগ ও ভ্রমণ এর মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে।
