আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ার জেলার বইগ্রাম হিসাবে পরিচিত পানিঝোড়া গ্রামে জনসংযোগ করলেন আলিপুরদুয়ার এর জেলাশাসক আর বিমলা। এদিন তিনি পানিঝোড়া গ্রামে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে ঋন প্রদান করেন। পাশাপাশি এই গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষক উপভোক্তাদের হাতে তুলে দেন শস্য বীজের প্যাকেট। পানিঝোড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে স্কুল পোষাক বিতরন করেন। জেলাশাসক জানান এদিন তিনি গ্রামবাসীদের সাথে আলাপচারিতার মাধ্যমে তাদেরকে বিভিন্ন সরকারি প্রকল্প ও সেগুলির সুবিধা পেতে হলে কিভাবে আবেদন করতে হবে সেসব বিষয়ে অবগত করান। উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সহ নির্বাচিত পঞ্চায়েত সদস্যগন ও জেলা প্রশাসনের আধিকারিকগন।
