আমুদরিয়া নিউজ : ছয় সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তি হলেও তা উড়িয়ে দেওয়ার হুমকি দিল ইজরায়েল। বুধবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, আগামী শনিবার দুপুরের মধ্যে ইজরায়েল থেকে অপহৃতদের সকলকে ফেরত না পাঠালে গাজায় যুদ্ধবিরতি বাতিল করা হবে। সেই সঙ্গে গাজায় যুদ্ধ শুরু হবে বলে হামাসকে সতর্ক করেছেন তিনি। হামাস অবশ্য কোনও প্রতিক্রিয়া এদিন দুপুর অবধি জানায়নি। তবে হামাস গতকালই ঘোষণা করেছে, আপাতত তারা আর কোনও অপহৃতকে মুক্তি দেবে না। ইজরায়েলের ৭৬ জন এখনও হামাসের হাতে বন্দি।
 
					 
			 
		 
		 
		 
		