আমুদরিয়া নিউজ : দিনে দুপুরে ভরা বাজারে নেশা করছিলেন দুই যুবক। ভাবতে পারেনি পুলিশ এসে হাজির হবে। পালানোর মত পরিস্থিতিও ছিল না। অতঃপর পুলিশের হাতে পাকরাও হলেন দুজনেই। কোচবিহার ভবানীগঞ্জ বাজারের ঘটনা। বুধবার সকালে বাজারের একটি দোকানে একটি চুরির ঘটনা সামনে আসে। খবর পেয়ে ঘটনা স্থলে কোতয়ালী থানার পুলিশ আসে। সেই সময় চুরির ঘটনার কিনারার উদ্দেশ্যে বাজারের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন পুলিশের দল। সেই সময় ই ওই দুই যুবক হাতেনাতে ধরা পড়ে। তারা সিগারেটের মধ্যে গাজা পুরে সেবন করছিল বলে অভিযোগ। পাকরাও করা এক যুবক জানান, তারা ভবানীগঞ্জ বাজারের মাছ বাজারে কাজ করেন।
বাজারের বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, রাত দিন বাজারের ভিতরে নেশা করা হয়, নেশার আসর বসে। বাজারে এই সব বন্ধ করতে পুলিশ যাতে ব্যবস্থা নেয়, সেই দাবি জানিয়েছেন।