আমুদরিয়া নিউজ : কিছুদিন আগেই ব্রিকস দেশগুলির ওপর ১০০ শতাংশ কর আরোপের হুমকি দিয়ে এবার সেটারই পুনরাবৃত্তি করে আবার কড়া হুশিয়ারি দিলেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি জানান, যদি ব্রিকস দেশগুলি বাণিজ্যের ক্ষেত্রে নতুন মুদ্রা তৈরি কিংবা ডলারের প্রতিপক্ষে অন্য কোনো দেশের মুদ্রাকে সমর্থন জানায়, তা হলে, আমেরিকা তাদের ওপর ১০০ শতাংশ কর আরোপ করবে।
আমেরিকার সাথে সুসম্পর্ক না রাখলে বিপদে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।