আমুদরিয়া নিউজ : টিকটক করার জন্য ১৫ বছরের মেয়েকে খুনের অভিয়োগ উঠেছে তাঁর বাবা ও মামার বিরুদ্ধে। মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটার ঘটনা। সে দেশের সংবাদ মাধ্যমে পুলিশ জানিয়েছে, খুনে অভিযুক্তের নাম আনোয়ার উল হক। তিনি প্রথমে রটিয়েছিলেন তাঁর মেয়েকে কেউ খুন করেছে।
পরে পুলিশের জেরায় কবুল করেন টিকটক করার কারণে মেয়েকে খুনের কথা। তাঁর শ্যালককেও পুলিশ গ্রেফতার করেছে।