আমুদরিয়া নিউজ : সব ঠিকঠাক থাকলে আজ, শনিবার ইজরায়েলের আরও ৪ জন মহিলা সেনাকে মুক্তি দিতে পারে সশস্ত্র গোষ্ঠী হামাস। গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ওই চারজনকে ছাড়া হবে। হামাস যে তালিকা দিয়েছে ইজরায়েলের এক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, এই চারজন হলেন ইজরায়েলি সেনা কারিনা আরিয়েভ, দানিয়েলা গিলবোয়া, নামা লেভি ও লিরি আলবাগ। তাঁরা সবাই ইসরায়েল-গাজা সীমান্তে নজরদারির কাজে মোতায়েন ছিলেন। তাঁদের অপহরণ করে বন্দি করে রাখে হামাস। ইতিমধ্যে চুক্তির শর্ত মেনে ইজরায়েলে কারাগারে আটক থাকা ১৮০ জন প্যালেস্টাইনের বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। তার বিনিময়ে ওই ৪ জনকে ছেড়ে দিচ্ছে হামাস। ইজরায়েল ও হামাসের মধ্যে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি গত রবিবার কার্যকর হয়েছে। তখন ৯০ কারাবন্দিকে মুক্তি দেয় ইজরায়েল। হামাসের পক্ষ থেকে ৩ জনকে ছাড়া হয়।
