সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, ২৩ জানুয়ারি: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সুভাষিণী চা বাগান ময়দানে পালন করলেন নেতাজী সুভাসচন্দ্র বসুর একশ আঠাশতম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে রাজ্য স্তরের অনুষ্ঠান। জানা গেছে নেতাজী জন্ম জয়ন্তী উপলক্ষ্যে এবারই প্রথম রাজ্যস্তরের অনুষ্ঠান আয়োজিত হলো।নেতাজীর জন্ম মুহুর্ত দুপুর বারোটা পনেরো মিনিটে শঙ্খধ্বনি, সাইরেন ও উলুধ্বনি করা হয়। তারপর মঞ্চে রাখা নেতাজীর প্রতিকৃতিতে মালা ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগন। নেতাজীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন পর্বের পর মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে সরকারি বিভিন্ন পরিষেবা প্রদান সহ উপভোক্তাদের হাতে তুলে দেন শংসাপত্র। আলিপুরদুয়ার জেলায় সতেরো কোটি আশি লক্ষ পঞ্চাশ হাজার টাকার মোট বারোটি প্রকল্পের শিলান্যাস করেন। একশো আট কোটি তিয়াত্তর লক্ষ পয়তাল্লিশ হাজার টাকা ব্যয়ে নির্মিত তেতাল্লিশটি প্রকল্পের উদ্বোধন করেন।
মুখ্যমন্ত্রী বলেন নেতাজীর জন্মদিনের পুণ্যলগ্নে তিনি জেলার ত্রিশ হাজার মানুষকে সরকারি পরিষেবা পৌঁছে দিয়েছেন নেতাজীর আদর্শকে সামনে রেখে। চা সুন্দরী প্রকল্পে ত্রিশ কোটি আশী লক্ষ টাকা ব্যয়ে চারশো আটত্রিশটি বাড়ি নির্মান করে চা শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা ইতিমধ্যেই ব্যয় করা হয়েছে। নেতাজীর আদর্শকে সামনে রেখে এদিন মঞ্চে সর্বধর্মের প্রতিনিধিদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী বলেন নেতাজীর সর্ব ধর্ম সমন্বয়ের আদর্শকে মনে রেখে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, সকল্কে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। ধর্মনিরপেক্ষতার আদর্শ সব থেকে।