আমুদরিয়া নিউজঃ প্রশাসনিক কাজে উত্তরবঙ্গে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি আলিপুরদুয়ার জেলায় এসে পৌঁছান। এদিন হাসিমারা বায়ু সেনা বিমান ঘাটিতে এসে পৌঁছান তিনি। সেখান থেকে বেরোনোর পথে হাসিমারা গুরুদুয়ারাতে সুজির হালুয়া প্রসাদ খান মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত শিখ সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন এবং সৌজন্য ব্যক্ত করেন। এদিন সেখানে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘বহুত ভুক লাগা হ্য’। বেশ আনন্দে সুজির হালুয়া খেতে দেখা যায় তাঁকে। পাশাপাশি শিশুদের সঙ্গে খোশ মেজাজে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। শিশুদের আদর করার পাশাপাশি তাদের আশির্বাদ করেন তিনি।
এদিন হাসিমারা বিমানবন্দর থেকে বন দফতরের মালঙগী গেস্ট হাউজে যাবার পথে ওই গুরুদুয়ারাতে নামেন মুখ্যমন্ত্রী। তাকে কাছে পেয়ে স্বভাবতই উচ্ছাসে ভাসেন গুরুদুয়ারার উপস্থিত শিখ ধর্মাবলম্বী মানুষ। জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলায় প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর।