আমুদরিয়া নিউজ : সব ঠিকঠাক থাকলে, আজ, বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে এসএসসির চাকরি বাতিলের মামলার শুনানি হবে। গত মঙ্গলবার মুলতুবি হয়ে গিয়েছিল শুনানি। এর আগে সুপ্রিম কোর্ট বাতিল হওয়া ২৬ হাজার জনের মধ্যে যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের চিহ্নিত করার উপরে জোর দিয়েছিল।
২০১৬ সালে এসএসসির নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সব মিলিয়ে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছিল ওই রায়ে। রাজ্য সরকার রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ ও চাকরিহারাদের একটি অংশও আপিল করেছে। তখনই হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।