আমুদরিয়া নিউজ : শোকে কাতর হয়ে নয় বরং বাজনার তালে নেচে ১০৪ বছরের দাদুর শেষযাত্রা সম্পন্ন করলো তার নাতি-নাতনিরা।গত রবিবার এমনই এক বিরল ঘটনা দেখা গেল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার শ্যামসুন্দরপুর পাটনা গ্ৰামে।আসলে মৃত্যু মানে শেষ নয়, নতুন জীবনের শুরু,সেটা ভেবেই দাদুকে হাসি মুখে, উৎসবের মেজাজে বিদায় জানালো তারা।সোস্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল।
