আমুদরিয়া নিউজ : কেরালার পাথানামাথিট্টার এক দলিত মেয়ে খেলোয়াড়কে পাঁচ বছর ধরে যৌন নির্যাতনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ২৭ জন। ওই তরুণীর বয়স এখন ১৮ বছর। সে যখন ১৩ বছরের কিশোরী তখন থেকেই খেলাধুলো করে। সরকারি ক্যাম্পেও ট্রেনিংয়ে থেকেছে। সে সময় থেকেই তাকে নোংরা ভিডিও দেখিয়ে লাগাতার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সম্প্রতি কাউন্সেলিংয়ের সময়ে বিষয়টি সামনে আসে। পুলিশ মামলা রুজু করে একাধিক কোচ সহ ১৭ জনকে ধরে। পরে আরও ১০ জনকে গ্রেফতাক করা হয়েছে। মোট ৬৪ জন অভিযুক্ত।