আমুদরিয়া নিউজ: ৯৯টি টক টু মেয়র এপিসোড হয়েছে। শততম টক টু মেয়রে শিলিগুড়ির মেয়র গৌতম দেব ছাত্রছাত্রীদের মুখোমুখি হতে চান। আগামী ২৫ জানুয়ারি সেই টক টু মেয়র হওয়ার কথা। কোথায় হবে তা এখনও ঠিক হয়নি। তা রামকিঙ্কর হলে হবে না দীনবন্ধু মঞ্চে সেটা নিয়েই পুর নিগম খোঁজখবর নিচ্ছে। তবে সে দিনই ফোনেও প্রশ্ন এলে জবাব দেবেন মেয়র।
