আমুদরিয়া নিউজ : ভারত যখন অবিভক্ত ছিল, সেই সময়ে আবহাওয়া অফিস স্থাপিত হয়েছিল। সেই আবহাওয়া অফিস স্থাপনের ১৫০ বছর পূর্তি হতে চলেছে। সেই উপলক্ষ্যে এক বিশাল অনুষ্ঠান করবে ভারত সরকার। তাতে যোগ দিতে সার্ক গোষ্ঠী ভুক্ত সব দেশকে আমন্ত্রণ করেছে ভারত। বাংলাদেশ ও পাকিস্তানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। পাকিস্তান যোগ দেবে বলে জানা গিয়েছে। বাংলাদেশ এখনও কিছু জানায়নি বলে খবর দিয়েছে সে দেশের সংবাদ মাধ্যম।
এই উপলক্ষ্যে ১৫০ টাকার একটি স্মারক মুদ্রা বাজারে ছাড়া হবে। আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে আবহাওয়া অফিসের ট্যাবলো প্রথমবার অংশ নেবে।