আমুদরিয়া নিউজ : একজনকে অপহরণ ও খুনের দায়ে ৫ জনকে জেল খাটতে হয়। ৫ জনের একজন মারাও গিয়েছেন। অথচ ঘটনার ১৬ বছর পরে সেই নিখোঁজ মৃততে জীবিত অবস্থায় পাওয়া গেল। যে ঘটনায় বিহারে আলোড়ন পড়েছে। হ্যাঁ, ১৬ বছর বিহারের নাথুনি পাল নামে একজন নিখোঁজ হন। তাঁর বাড়ির লোকেরা মিসিং ডায়েরি করে। অপহরণ ও খুনের অভিযোগে নাথুনির কাকা এবং তার চার ছেলেকে জেল খাটতে হয়। কদিন আগে ঝাঁসী জেলায় ভবঘুরেদের জেরা করতে গিয়ে নাথুনির খোঁজ মেলে।
তাঁকে পুলিশ নিজের গ্রামে পাঠায়। অবশেষে তার কাকা এবং ভাইরা নির্দোষ প্রমাণিত হন।