আমুদরিয়া নিউজ : চিনের তিব্বতের পাহাড়ি এলাকায় ভূমিকম্পে ক্ষতির বহর ক্রমশ বেড়েই চলেছে। রাত পর্যন্ত মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছে বলে সে দেশের সংবাদ সংস্থা দাবি করেছে। জখমের সংখ্যা অন্তত ১৫০ জন। চিনের সময় তখন সকাল ৯টা ১৫ মিনিট। সে সময়ে ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বতের ওই এলাকা।
ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সিকিম থেকে উত্তর পশ্চিম দিকে। ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলের ৭ দশমিক ১। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল অন্তত ১০ কিলোমিটার। ভূমিকম্পের পরে একাধিক আফটার শক হয়েছে। তবে উত্তরবঙ্গে প্রবল কম্পন হলেও ক্ষয়ক্ষতির কোনও খবর রাত অবধি মেলেনি।