আমুদরিয়া নিউজ : ২৪ ঘণ্টা আগে নিজের দল লিবারেল পার্টির চিফ ও কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন জাস্টিন ট্রুডো। সোমবার তিনি এ কথা জানান। তার পরেই কানাডাকে আমেরিকার অঙ্গরাজ্যের বানানো ইচ্ছের কথা বললেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে ট্রাম্প বলেছেন, কানাডার অনেক মানুষ আমাদের ৫১তম অঙ্গরাজ্য হতে চায়। ট্রাম্প লিখেছেন, কানাডা যদি যুক্তরাষ্ট্রের জুড়ে যায়, তা হলে সেখানে ট্যাক্স থাকবে না। অন্যান্য করটর কমে যাবে। চবে অতীতেও এমন বলেছিলেন ট্রাম্প। সে সময়ে ট্রুডোর তরফে বলা হয়, ট্রাম্প মজা করেছেন।
