আমুদরিয়া নিউজ : এবার মাওবাদীরা ল্যান্ডমাইনের ফাঁদে ফেলে ৯ জন জওয়ানকে হত্যা করেছে। সোমবার সকালে ছত্তিশগড়ে বিজাপুরের কুটরু রোডে ওই বিস্ফোরণের মুখে পড়ে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের একটি গাড়ি। তাতে অন্তত ৯ জন জওয়ান মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে।
শনিবার নিরাপত্তা বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৪ মাওবাদী নিহত হয়। আটচল্লিশ ঘণ্টার মধ্যে যেন বদলা নিল নকশালপন্থীরা। গত সপ্তাহে ছত্তিশগড়ের এক বিজেপি নেতা কুদিয়াম মাড়োকে পুলিশের চর তকমা দিয়ে খুন করে মাওবাদীরা। তার পর থেকে অভিযানে নেমে পাঁচজন মাওবাদীকে মেরেছে কেন্দ্রীয় বাহিনী। এর পরে সোমবার পাল্টা ল্যান্ডমাইন হামলা চালিয়েছে মাওবাদীরা।