আমুদরিয়া নিউজ: হড়পা বানে তলিয়ে গেলেন একই পরিবারের ১৮ জন সদস্য। দুর্ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায়। জানা গিয়েছে, পাখতুনখোয়া প্রদেশে সোয়াট নদীর ধারে ১৮ জনের দল পিকনিক করছিলেন। তাঁদের মধ্যে কয়েক জন নদীর মাঝে থাকা উঁচু পাথরে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। আচমকাই নদীর জল বাড়তে শুরু করে। মুহূর্তের মধ্যে ভেসে যান সবাই। ৯ জনের দেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাকিস্তানে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
