আমুদরিয়া নিউজ : দোমড়ানো-মুচড়ানো পুরনো কাগজের জোরে কোটিপতি হয়ে গিয়েছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে চিলিতে। এক্সোকিল হিনোজোসা নামে চিলির এক ব্যিক্তি জঞ্জাল থেকে খুঁজে পান তাঁর মৃত বাবার পুরনো ব্যাঙ্ক পাসবুক। হিনোজোসার বাবা ১৯৬০-৭০ এর দশকে ব্যাঙ্কে প্রায় ১.৪০ লাখ টাকা জমা করেছিলেন। যে ব্যাংকের এই পাসবুকটি ছিল, তাও ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছিল। তবে পাসবুকে লেখা ছিল ‘স্টেট গ্যারান্টিড’। যার অর্থ যদি ব্যাংক ডুবে যায় তবে সরকার টাকা ফেরত দেবে। কিন্তু যখন তিনি সরকারের কাছে টাকার দাবি করেন, তখন প্রথমে সরকার তা প্রত্যাখ্যান করে। হিনোজোসা হাল ছাড়েননি এবং আইনি পথ অবলম্বন করেন। এরপর সরকার ১.২ মিলিয়ন ডলার (প্রায় ৯ কোটি টাকা) ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত হিনোজোসাকে এক ধাক্কায় কোটিপতি বানিয়ে দেয়।
