আমুদরিয়া নিউজ: হস্টেলে ঘুমন্ত অবস্থায় ৮ পড়ুয়ার চোখে ফেভিকুইক দিল সহপাঠী! সকলেই চিকিৎসাধীন হাসপাতালে। শুক্রবার রাতে ওড়িশার কান্ধামাল জেলার সালাগুড়া এলাকার সেবাশ্রম স্কুল হস্টেলে ঘটনাটি ঘটেছে। ঘুম ভাঙলেও ওই আট ছাত্র কিছুতেই চোখ খুলতে পারছিল না। দ্রুত তাদের হাসপাতাল নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান আঠালো পদার্থ চোখের গুরুতর ক্ষতি করলেও দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় ভয়ংকর পরিণতি এড়ানো গিয়েছে। এদিকে হস্টেলে এমন ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন শাহুকে সাসপেন্ড করা হয়েছে। হস্টেলের ভেতরে কীভাবে এমনটা ঘটল তা তদন্তের নির্দেশ দিয়েছে স্কুল বোর্ড।