আমুদরিয়া নিউজ: দক্ষিণ-পূর্ব ইরানের আদালতে জঙ্গি হামলায় নিহত হয়েছেন অন্তত ৮ জন। আহত হয়েছেন আরও ১৩ জন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে সিসতান বালুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানের আদালতে এই জঙ্গি হামলা হয়েছে। জঙ্গিরা বিচারকদের চেম্বারে হামলা চালালে একাধিক বিচার বিভাগীয় আধিকারিক এবং নিরাপত্তা কর্মীরা নিহত এবং আহত হন। নিরাপত্তার বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ জন সন্ত্রাসীও নিহত হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে পুলিশ। জইশ আল-আদেল গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।
