আমুদরিয়া নিউজ: আফগানিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ গেল ১৭ শিশু সহ অন্তত ৭১ জনের। পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে মঙ্গলবার ঘটেছে এই দুর্ঘটনা। জানা গিয়েছে বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। সেই সময় ট্রাক ও মোটর সাইকেলের সঙ্গে সংঘর্ষের জেরে বাসটিতে আগুন ধরে যায়। পুড়ে মৃত্যু হয় অন্তত ৭১ জনের। বাসে থাকা সমস্ত যাত্রীই পরিযায়ী। তাঁরা ইরান থেকে সীমান্ত পেরিয়ে কাবুলে যাচ্ছিলেন। সাম্প্রতিক সময়ে ইরান থেকে বিপুল সংখ্যক পরিযায়ীকে ফেরত পাঠানো হচ্ছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি সোমবার ঘোষণা করেছিলেন, সেদেশে থাকা আট লক্ষ পরিযায়ীকে আগামী মাসের মধ্যেই ফেরত পাঠানো হবে। যাঁদের বেশিরভাগই আফগান।
