আমুদরিয়া ডেস্ক: মন্দিরের দেওয়াল ধসে পড়ে মৃত্যু হল ৭ পুণ্যার্থীর। আহত বেশ কয়েকজন। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমের শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে। জানা গিয়েছে মন্দিরে চন্দনোৎসব শুরু হয়েছিল। সেই সময় বহু ভক্ত উপস্থিত ছিলেন। হঠাৎ মন্দিরের ২০ ফুট লম্বা দেওয়ালের একটা অংশ ভেঙে পড়ে। পাশেই দাঁড়িয়েছিলেন ভক্তরা। আচমকা দেওয়ালটি ভেঙে পড়ায় তার নীচে চাপা পড়ে যান বহু ভক্ত।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছে ধ্বংসস্তূপের মধ্যে থেকে আটকে পড়া ভক্তদের উদ্ধারের কাজ শুরু করে। এখনও পর্যন্ত এই ঘটনায় সাতজনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর আহত আরও বেশ কয়েক জন বলে খবর। চলছে উদ্ধারকাজ। আরও কেউ এখনও চাপা রয়েছে কি না তা খতিয়ে দেখছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।