আমুদরিয়া নিউজ : বুধবার সন্ধেয় তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছে শতাধিক। সেই ঘটনায় ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকপ্রকাশ করে আহতদের সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও ঘটনায় শোকাহত। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শোকপ্রকাশ করে সমবেদনা জানিয়েছেন। তবে অনেকেই প্রস্ন তুলেছেন, এত ভিড় হবে জেনেও কেন উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি তা নিয়ে।