আমুদরিয়া নিউজ: গুজরাতে রোপওয়ে ছিঁড়ে মৃত্যু হল অন্তত ৬ জনের। দুর্ঘটনাটি ঘটেছে গুজরাতের পাঁচমহল জেলার পাভাগড়ের বিখ্যাত শক্তিপীঠ। সেখানে মন্দির এলাকায় নির্মাণকাজের জন্য একটি রোপওয়েতে করে পণ্য নিয়ে যাওয়া হচ্ছিল। শনিবার দুপুরে সেই রোপওয়ে ছিঁড়ে ছ’জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ২ জন লিফ্ট ম্যান এবং ২ জন সাধারণ কর্মী। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। কেন দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। গুজরাতের অন্যতম তীর্থক্ষেত্র পাভাগাধ কালী মন্দির শক্তিপীঠ হিসেবে বিখ্যাত। কথিত আছে, এখানেই পড়েছিল দেবী সতীর ডান পায়ের আঙুল। পাভাগড় পাহাড়ের উপরে মন্দিরটি রয়েছে প্রায় ৮০০ মিটার উচ্চতায়। তীর্থযাত্রীরা হয় ২০০০ সিঁড়ি বেয়ে উঠতে পারেন অথবা রোপওয়ে ব্যবহার করে চূড়ায় পৌঁছান। যদিও খারাপ আবহাওয়ার কারণে এদিন সকাল থেকে বন্ধ ছিল জনসাধারণের ব্যবহারের রোপওয়েটি।