আমুদরিয়া নিউজ : সুপ্রিম কোর্টের পথকুকুর নিয়ন্ত্রণ সংক্রান্ত কড়া নির্দেশের মধ্যেই তেলেঙ্গানা থেকে প্রকাশ্যে এল ভয়াবহ ঘটনা। কামারেড্ডি ও হনমকোড়া জেলায় প্রায় ৫০০টি পথকুকুরকে পরিকল্পিতভাবে খাবারে বিষ মিশিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। নিহত কুকুরগুলির দেহ মাটিতে পুঁতে ফেলা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ কুকুরের দেহে বিষপ্রয়োগের প্রমাণ পেয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে একাধিক নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি রয়েছেন। পুলিশ জানিয়েছে, সদ্য শেষ হওয়া পঞ্চায়েত ভোটে কিছু প্রার্থী গ্রামকে পথকুকুর থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণ করতেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তারা।