আমুদরিয়া নিউজ : ভারী বৃষ্টি ও ঝোড়ো আবহাওয়ায় বেঙ্গালুরুতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল ভবন। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হল পাঁচজন শ্রমিকের। এখনও চাপা পড়ে একাধিক। জোরকদমে চলছে উদ্ধারকাজ। ১৩ জনকে উদ্ধার করা গেছে। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে হেন্নুরের বাবুসাপালিয়ায়। নির্মীয়মাণ ভবনে ২১ জন শ্রমিক কাজ করছিলেন। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ বাহিনী, দমকল, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
