আমুদরিয়া নিউজ: ভারী বৃষ্টিতে জম্মু-কাশ্মীরে বৈষ্ণোদেবীর যাত্রাপথে ধস নেমে মৃত্যু হল পাঁচ পুণ্যার্থীর। আহত হয়েছেন বেশ কয়েকজন। সংবাদ সংস্থা জানিয়েছে, অর্ধকুয়ারিতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে মঙ্গলবার দুপুরে আচমকা পাহাড়ের ঢাল বেয়ে বড় বড় পাথর, বোল্ডার নেমে আসে। ঘটনায় পুণ্যার্থীদের মধ্যে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। ধসের নীচে চাপা পড়ে যান বেশ কয়েক জন পুণ্যার্থী। ঘটনার পর পরই মন্দির কমিটির সদস্যেরা, নিরাপত্তাবাহিনী উদ্ধারকাজ শুরু করে। যাত্রাপথে থাকা অন্য পুণ্যার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার জেরে বৈষ্ণোদেবী যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। মঙ্গলবার টানা তৃতীয় দিন, জম্মু ও কাশ্মীরে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। জম্মুর বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। একাধিক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটছে। আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
