আমুদরিয়া নিউজ: পটনার হাসপাতালের আইসিইউয়ে ঢুকে কুখ্যাত দুষ্কৃতী চন্দন মিশ্রকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সেই খুনের ঘটনায় কলকাতা থেকে ধরা পড়লেন পাঁচ জন! পুলিশ ও এসটিএফের যৌথ অভিযানে কলকাতা সংলগ্ন নিউ টাউনে একটি আবাসন থেকে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। ধৃত পাঁচ জনের মধ্যে চার জনই খুনের সঙ্গে সরাসরি যুক্ত বলে অভিযোগ। গত বৃহস্পতিবার সকালে পটনার পারস হাসপাতালে ঢুকে পড়ে কুখ্যাত দুষ্কৃতী চন্দন মিশ্রকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। চন্দনকে খুনের পর হাসপাতালের বাইরে বন্দুক উঁচিয়ে উল্লাস করে তারা। তার পর দু’টি বাইকে ছ’জন মিলে চম্পট দিয়েছিল। ঘটনার তদন্তে নেমে হামলাকারীদের চিহ্নিত করে পুলিশ। মূল অভিযুক্ত তৌসিফ রাজা আগেই পটনা থেকে ধরা পড়েছে। এ বার আরও পাঁচ জন ধরা পড়ল। এই নিয়ে পটনা-কাণ্ডে মোট ছ’জনকে গ্রেফতার করা হল।
