আমুদরিয়া নিউজ: প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল। ভারী বৃষ্টির জেরে ভূমিধস ও হড়পা বানে সেখানে এখনও পর্যন্ত অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। অনেকে নিখোঁজ। গত শুক্রবার থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে নেপালজুড়ে। যার জেরে বহু জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। নেমেছে হড়পা বান। বন্ধ হয়ে গিয়েছে রাস্তাঘাট। প্রায় সব নদীই বিপদসীমার উপর দিয়ে বইছে। টানা বৃষ্টিপাতের জেরে সেখানে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের পর সপ্তকোশি নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় ভারত সীমান্তবর্তী কোশী বাঁধের ৫৬টি গেট খুলে দেওয়া হয়েছে। উদ্ধারকাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি সেনাও।
