আমুদরিয়া নিউজ: বৃহস্পতিবার মাঝরাতে পশ্চিম সিকিমের ইয়াংথাংয়ের আপার রিম্বিতে ধসে চারজনের মৃত্যু হয়েছে। একজন গুরুতর জখম হয়েছেন। ওই এলাকার পুলিশ সুপার গেইজিং শেরিং শেরপা জানিয়েছেন, গ্রামবাসী এবং এসএসবি জওয়ানদের নিয়ে প্লাবিত হিউম নদীর উপর একটি অস্থায়ী গাছের কাঠের সেতু তৈরি করে দুই আহত মহিলাকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তাঁদের একজন হাসপাতালে মারা যান। অন্যজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।