আমুদরিয়া নিউজ: জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের দাচিগাম জঙ্গলে “অপারেশন মহাদেবে” নিহত তিন জঙ্গি। সূত্রের খবর, নিহত জঙ্গিদের মধ্যে রয়েছে বৈসরন উপত্যকায় হামলার মাস্টারমাইন্ড সুলেমান মুসা ও তার দুই সঙ্গী। সেনা সূত্রে খবর, সোমবার সকালে শ্রীনগরের কাছে দাচিগাম জঙ্গলে গুলির শব্দ শোনা গিয়েছিল। সন্দেহজনক গতিবিধিও লক্ষ্য করা যায়। তার পরেই সকাল ১১টা নাগাদ ওই এলাকায় যৌথ অভিযানে নামে ভারতীয় সেনা, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। সেনা সূত্রে খবর, নিরাপত্তারক্ষীদের গুলিতে তিন জঙ্গি নিহত হয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, নিহত জঙ্গিদের মধ্যে রয়েছে বৈসরন উপত্যকায় হামলার মাস্টারমাইন্ড সুলেমান মুসা ও তার দুই সঙ্গী আবু হামজা এবং ইয়াসির। যদিও সেনার তরফে এনিয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি। ওই অঞ্চলে বেশ কয়েকজন জঙ্গি এখনও লুকিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। এলাকা জুড়ে চলছে তল্লাশি।
