আমুদরিয়া নিউজ : শুক্রবার সকালে এক পাকিস্তানি জঙ্গিকে নিহত করার পর, নিরাপত্তা বাহিনী কিশতওয়ার জেলার চাতরু-এর নাইদগাম জঙ্গলে আরও ২ জনকে মেরেছে, এমনই জানিয়েছেন কর্মকর্তারা। নিহতরা জইশ-ই-মহম্মদের দলের সদস্য বলে জানা গিয়েছে। সংঘর্ষস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
