আমুদরিয়া নিউজ: কোয়েম্বাটুর বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রী তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। এই ঘটনায় সোমবার অভিযুক্ত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। গ্রেপ্তারির সময় পালানোর চেষ্টা করায় অভিযুক্তদের পা লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। তার পর তাঁদের গ্রেফতার করা হয়। কোয়েম্বাটুরের একটি বেসরকারি কলেজের ছাত্রী নির্যাতিতা। রবিবার রাতে তিনি ও তাঁর এক বন্ধু গাড়িতে বেরিয়েছিলেন। তখনই ওই তিনজন তাঁদের গাড়ি আটকে বন্ধুর উপর হামলা চালিয়ে ছাত্রীটিকে অপহরণ করে নিয়ে যায়। পরে বিমানবন্দরের কাছে নির্জন স্থানে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখে তিন জনকে পাকড়াও করল পুলিশ। যদিও গ্রেপ্তারি এড়াতে পুলিশ কনস্টেবলের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে অভিযুক্তরা। ঘটনায় আহত হন হেড কনেস্টবল চন্দ্রশেখর। এমন পরিস্থিতি তৈরি হলে তিন দুষ্কৃতীকে পাকড়াও করতে তাদের পায়ে গুলি করে পুলিশ। এরপর আহত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়।