আমুদরিয়া নিউজ: মিরিকের রাস্তা থেকে প্রায় ১৫০ ফুট গভীর খাদে গাড়ি পড়ে মৃত্যু হল তিনজনের। আহত আরও একাধিক। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে মিরিকের নলদারার কাছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের মধ্যে দু’জন নেপাল ও একজন মিরিকের বাসিন্দা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।