আমুদরিয়া নিউজ: গুগল ম্যাপ অনুসরণ করে রাজস্থানে যাত্রী সমেত নদীতে পড়ল একটি চারচাকা গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের ৩ সদস্যের। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাজস্থানের চিতোরগড়ে। গাড়িটিতে মোট ন’জন যাত্রী ছিলেন। পরিবারটি ভিলওয়ারার একটি মন্দির থেকে ফিরছিলেন। সেই সময় জিপিএস দেখে চালক গাড়িটিকে একটি সেতুর উপর নিয়ে যায়। কিন্তু সেতুটি বহু মাস ধরেই বন্ধ। গাড়িটি সেতুটির উপর উঠতেই আটকে যায়। এর কিছুক্ষণ পর হঠাৎ সেটি নিচে খরস্রোতা নদীতে গিয়ে পড়ে যায়। বিকট শব্দ পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। পুলিশ সূত্রে খবর, দীর্ঘক্ষণ চেষ্টার পর ৩ জনের দেহ উদ্ধার হয়। বাকি ছয় জন কোনও মতে প্রাণে রক্ষা পেয়েছেন।