আমুদরিয়া নিউজ : রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রীয় এলাকায় একটি গাড়ি বিস্ফোরণের ঘটনায় ২ পুলিশসহ ৩ জন নিহত হয়েছেন। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বিস্ফোরণটি ঘটেছে একটি বাণিজ্যিক এলাকায় যেখানে গাড়িটি দাঁড়িয়ে ছিল। বিস্ফোরণের ফলে গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। দুদিন আগে ওই এলাকায় ফানিল সারভারোভ নামে রাশিয়ার সেনাবাহিনীর এক জেনারেল গাড়ি বোমা হামলায় নিহত হন। তদন্তকারী সংস্থা এই বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত আক্রমণ হতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে, তবে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা রাশিয়ার ভেতরে এ ধরনের হামলা করে বলেও সন্দেহ করছে রাশিয়া। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ বেশ তীব্র ছিল এবং আশেপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।