আমুদরিয়া নিউজ: ভেনেজুয়েলার ট্রলারে মার্কিন হামলায় ৩ জন মাদক পাচারকারীর মৃত্যু! হামলার ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রলারে যে মাদক পাচার হচ্ছিল এমন কোনও প্রমাণ সামনে আনা হয়নি। সোমবার নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে ট্রাম্প লেখেন, ‘আজ সকালে আমার নির্দেশে মার্কিন সেনার দক্ষিণ সামরিক কমান্ডের আওতাধীন এলাকায় হিংস্র মাদক চক্রের বিরুদ্ধে দ্বিতীয়বার হামলা চালানো হয়েছে। এই মাদক পাচারকারী চক্রগুলি দেশের নিরাপত্তা, বৈদেশিক নীতি ও মার্কিন স্বার্থের বিরুদ্ধে বড়সড় হুমকি।’ এর সঙ্গেই একটি ৩০ সেকেন্ডের ভিডিও শেয়ার করেছেন ট্রাম্প। যেখানে দেখা যাচ্ছে, আন্তর্জাতিক জলসীমায় ভাসছে একটি ট্রলার। মুহূর্তের মধ্যে বিরাট বিস্ফোরণ হয় তাতে। এর সঙ্গেই ট্রাম্প লিখেছেন, ‘আমাদের কাছে প্রমাণ আছে, ওই ট্রলারে কী ছিল। বিস্ফোরণের পর সমুদ্রে বড় বড় ব্যাগে কোকেন ও ফেন্টানাইল ছড়িয়ে পড়েছিল।’
