আমুদরিয়া নিউজ: বন্দুকবাজের ছোড়া এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত তিন জনের। আহতের সংখ্যা ১০। আমেরিকার ফিলাডেলফিয়া শহরের ঘটনা। সোমবার ফিলাডেলফিয়ার গ্রেস ফেরি এলাকার এক জনবহুল এলাকায় হঠাৎই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে এক আততায়ী। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় চারিদিকে। হামলা চালানোর পরই অভিযুক্ত সেখান থেকে চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘিরে ফেলে গোটা এলাকা। আহতদের নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
