আমুদরিয়া নিউজ : কটক থেকে গুজরাত ভায়া মহারাষ্ট্র, রাজস্থান, পশ্চিমবঙ্গ, বিহার, অসম। ঘটনা কিন্তু একই। বলা ভাল দুর্ঘটনা সেই একই।
সেতু বিপর্যয় চলছেই আমাদের দেশে। যদিও আপাত বিচ্ছিন্ন ঘটনা। তবুও শিউরে উঠতে হয়। একনজরে দেখে নেওয়া যাক সেতু দুর্ঘটনার খতিয়ান।
১. কটক মহানদী ব্রিজ গার্ডার ধস, ওড়িশা
তারিখ : ফেব্রুয়ারি, ২০০৮
একটি নির্মীয়মাণ সেতুর গার্ডার আচমকাই ভেঙে পড়ে। শ্রমিকেরা কেউ ব্রিজের নিচে, কেউ ওপরে। যারা নিচে ছিলেন তাঁরা চাপা পড়লেন কংক্রিটে। আর যারা উপরে ছিলেন তারা সেতুর সঙ্গেই নিচে পড়ে গেলেন। শ্রমিকদের চিৎকার আর রক্তে ভেসে গিয়েছিল নির্মাণক্ষেত্র।
২. ঋষিকেশ হাইওয়ে ব্রিজ ধস, মহারাষ্ট্র
তারিখ: জুন, ২০০৮
মুম্বই-পুনে সংযোগকারী রাস্তায় নির্মীয়মাণ একটি সেতুর গার্ডার হঠাৎ ভেঙে পড়ে। তীব্র শব্দে থমকে যায় গোটা এলাকা। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নির্মাণে ব্যবহৃত ত্রুটি ও তদারকির অভাব।
৩. কোটা চম্বল নদীর সেতু ধস, রাজস্থান
তারিখ: ডিসেম্বর, ২০০৯
৪৮ জন নির্মাণকর্মী চিরতরে হারিয়ে যান চম্বলের স্রোতে। তখনও সেতু সম্পূর্ণ হয়নি। পরিদর্শন হয়তো হয়েছিল, কিন্তু দায় কী কেউ নিয়েছিল? এই প্রশ্ন আজও মানুষকে ভাবিয়ে তোলে।
৪. বিবেকানন্দ রোড উড়ালপুল ধস, কলকাতা
তারিখ: ৩১ মার্চ, ২০১৬
উত্তর কলকাতার ব্যস্ত বাজার চত্বরে মাথার উপর হঠাৎই ভেঙে পড়ে এক নির্মীয়মাণ উড়ালপুল। রিকশা, মানুষ, দোকান, সব কংক্রিটের নিচে। অনেকে আর কখনও বাড়ি ফেরেননি।
৫. মাঝেরহাট ব্রিজ ধস, কলকাতা
তারিখ: ৪ সেপ্টেম্বর, ২০১৮
দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ এই সেতু হঠাৎ ভেঙে পড়ে। গাড়ি, বাইক, বাস — সবকিছু নিমেষে ধ্বংসস্তূপে পরিণত হয়। রোজ চলাচলকারী সেই মানুষগুলোর আর ঘরে ফেরা হয়নি।
৬. আন্ধেরি রেলওয়ে ফুটওভার ব্রিজ ধস, মুম্বই
তারিখ: ৩ জুলাই, ২০১৮
বৃষ্টির দিনে অফিস থেকে ঘরে ফেরার পথেই ফুটওভার ব্রিজ ভেঙে পড়ে। একজন প্রাণ হারান, আরও পাঁচজন আহত। প্রতিদিন যে পথে মানুষ হেঁটে যান, সেদিন তা মৃত্যুর পথ হয়ে ওঠে।
৭. দ্বারভাঙ্গা সেতু ধস, বিহার
তারিখ: সেপ্টেম্বর, ২০২০
গঙ্গার উপরে নির্মীয়মাণ সেতুর একাংশ হঠাৎই ভেঙে পড়ে। খবরের কাগজে উঠে আসে অভিযোগ—নিম্নমানের নির্মাণসামগ্রী, দুর্নীতির গন্ধ। কিন্তু প্রতিকার? নেই।
৮. শিলচর রেলসেতু ধস, অসম
তারিখ: জুলাই, ২০২২
টানা বর্ষণের জেরে পাহাড়ি এলাকায় একটি রেলসেতু ভেঙে পড়ে। উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ এক ধাক্কায় বিপর্যস্ত হয়ে পড়ে। মানুষের দুর্ভোগ বাড়ে।
৯. মোরবি সেতু ধস, গুজরাট
তারিখ: ৩০ অক্টোবর, ২০২২
১৪৩ বছরের পুরনো ঝুলন্ত সেতু ভেঙে পড়ে। একে একে ডুবে যায় পরিবার, শিশু, বয়স্ক, যুবক। একসাথে ১৪১টি প্রাণ নিভে যায় মাচ্ছু নদীর জলে। তারা এসেছিল দীপাবলির পর আনন্দ করতে। ফিরে যায়নি কেউ।
১০. আগুয়ানি-সুলতানগঞ্জ সেতু ধস, বিহার
তারিখ: ৪ জুন, ২০২৩
গঙ্গার উপরে তৈরী হচ্ছিল কোটি টাকার সেতু। একবার নয়, দু’বার ধসে পড়ে সে সেতু। প্রশ্ন ওঠে, কত প্রাণ খোয়াতে হবে ? কত টাকা জলে ভেসে যাবে ? তবেই জবাবদিহি আসবে ?
শেষে বলছি সাম্প্রতিক সেতু ভাঙার কাহিনী। গুজরাতে যা ঘটেছে কদিন আগে। গুজরাটের ভাদোদরা এলাকায় ভেঙে পড়ল একটি নির্মীয়মাণ সেতুর অংশ। নির্মাণকাজ চলাকালীন হঠাৎই একটি বড় অংশ ধসে পড়ে। ঘটনায় প্রথমে অন্তত চারজন শ্রমিক আহত হন। উদ্ধারে নামে স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।
প্রতিবেদক : অরিৎ চক্রবর্তী, ভিডিও এডিটিং ও কপিরাইটিং বিভাগে যুক্ত।