আমুদরিয়া নিউজ: ছত্তিশগড়ের সুকমা জেলায় অস্ত্রসহ আত্মসমর্পণ করলেন ২০ জন মাওবাদী নেতা। পুলিশ জানিয়েছে, এদের ১১ জনের মাথার দাম ছিল ৩৩ লক্ষ টাকা। জানা গিয়েছে, আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে শর্মিলা ওরফে উইকা ভুইম (২৫) এবং টাটি কোসি ওরফে প্রমিলা (২০)র মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা করে। এছাড়াও ৫৪ বছর বয়সি মুচাকা হুডমা নামে আরও এক মাও নেতার মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। আরও চার মাওবাদী নেতার মাথার দাম ছিল ৪ লক্ষ টাকা করে। পাশাপাশি, বেশ কয়েকজন মাওবাদীর মাথার নাম ছিল ১ লক্ষ টাকা করে। প্রশাসন জানিয়েছে, আত্মসমর্পণকারী মাওবাদীদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য-সহ মাওবাদী পুনর্বাসন নীতি মেনে চাকরি এবং আরও নানান সাহায্য করা হবে।