আমুদরিয়া নিউজ: দুই নিরীহ গ্রামবাসীকে খুনের অভিযোগ উঠল মাওবাদীদের বিরুদ্ধে। শুক্রবার ছত্তিশগড়ের বিজাপুর জেলার ঘটনা। মৃতেরা হলেন রবি কাট্টম (২৫) এবং তিরুপতি সোধি (৩৮)। জানা গিয়েছে, মাওবাদীরা সাধারণ পোশাকে এসে ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলার পর তারা জঙ্গলের দিকে চলে যায় বলে স্থানীয় সূত্রে খবর। তাদের খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি। বিজাপুর থানার সুপার জিতেন্দ্র যাদব বলেন, “গ্রামের দুই বাসিন্দাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে মাওবাদীদের বিরুদ্ধে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”