আমুদরিয়া নিউজ: সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এলাকায় সেনার গুলিতে নিহত ২ জঙ্গি। ভারতীয় সেনাবাহিনীর ‘হোয়াইট নাইট কর্পস’ জানিয়েছে, বুধবার পুঞ্চ এলাকায় দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির সন্দেহজনক চলাচল নজরে আসে। তখনই দুই তরফে গুলি বিনিময় হয়। তাতেই দুই জঙ্গির মৃত্যু হয়। বুধবারের এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন শিবশক্তি’। সূত্রের খবর, ওই দুই সন্দেহভাজন ব্যক্তি ‘পাক অধিকৃত কাশ্মীর’ থেকে কাঁটাতার পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। তাঁদের কাছে কোনও বৈধ কাগজ ছিল না। সেনার ধারণা, তারা জঙ্গি কার্যকলাপের উদ্দেশেই পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিল। আর কেউ সেখানে লুকিয়ে রয়েছে কি না, তা জানতে পুঞ্চের দেঘওয়ার সেক্টর জুড়ে তল্লাশি চলছে।
 
			 
					 
		 
		 
		 
		