আমুদরিয়া নিউজ: জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল সেনা। নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে দুই জঙ্গির। ভারতীয় সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, মাছিল সেক্টরে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করছিল দুই জঙ্গি। সোমবার সন্ধে নাগাদ সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সেনা। তার পরেই ওই এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান। সেনা তল্লাশিতে নামতেই উল্টো দিক থেকে গুলি ছোড়া হয়। পাল্টা জবাব দেয় সেনাও। শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই। এখনও পর্যন্ত সেনার গুলিতে দুই জঙ্গি মারা গিয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছে সেনা।