আমুদরিয়া নিউজ: মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে হামলায় শহিদ হয়েছেন ২ জওয়ান। পাশাপাশি আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। শুক্রবার সন্ধ্যায় অসম রাইফেলসের জওয়ানদের নিয়ে একটি গাড়ি রাজধানী ইম্ফল থেকে বিষ্ণুপুরের উদ্দেশে আসছিল। পথে নাম্বোল সবাল লেইকাই এলাকায় অতর্কিতে ওই গাড়ির উপর হামলা চালায় বন্দুকবাজের দল। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জওয়ানের। গুরুতর আহত হয়েছেন অন্তত ৬ জন তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, হামলার পর এলাকা ছেড়ে জঙ্গলের দিকে চম্পট দেয় বন্দুকবাজরা। তাদের খোঁজে গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে তল্লাশি অভিযান। ঘটনার তীব্র নিন্দা করেছেন মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা।