আমুদরিয়া নিউজ: বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার আরও দুই অভিযুক্ত। বৃহস্পতিবার নাগরাকাটা থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন সাহানুর আলম ওরফে মান্নান এবং তোফায়েল হোসেন ওরফে মিলন। এনিয়ে হামলার ঘটনায় মোট ৪ জনকে গ্রেপ্তার করা হল। বুধবার দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। গত সোমবার নাগরাকাটায় গিয়ে আক্রান্ত হন বিজেপির সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। গুরুতর চোট পেয়েছেন সাংসদ, চোখের নীচের হাড় ভেঙেছে। শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
