আমুদরিয়া নিউজ: মধ্যপ্রদেশের সেহোর জেলায় কুবেরেশ্বর ধামে ভক্তদের ভিড়ে হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল দুই মহিলার। আহত হয়েছেন ১০ জনেরও বেশি। প্রতি বছর শ্রাবণ মাসে কুবেরেশ্বর মন্দিরে পুণ্যার্থীদের ঢল নামে। এ বছরেও কাতারে কাতারে পুণ্যার্থী সেহোর জেলার ওই মন্দিরে পুজো দিতে আসছেন। সোমবার থেকেই ভিড় বাড়ছিল। মঙ্গলবার তা প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তার জেরে হুড়োহুড়ির সময় পদপিষ্ট হন অনেকে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিস্থিতি তড়িঘড়ি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে দাবি পুলিশের। এদিকে বুধবার কুবেরেশ্বর মন্দির থেকে পণ্ডিত প্রদীপ মিশ্রের নেতৃত্বে কানওয়ার যাত্রা বার হওয়ার কথা রয়েছে।