আমুদরিয়া নিউজ: দিল্লিতে গ্রেপ্তার দুই সন্দেহভাজন আইসিস জঙ্গি। জানা গিয়েছে, দিল্লিতে আইইডি বিস্ফোরণের ছক কষছিল তারা। ধৃতরা দিল্লি ও মধ্যপ্রদেশের বাসিন্দা। তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তারা দিল্লির ভিড়ে ঠাসা জায়গায় আইইডি বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতে ভারতে এসে কাজ করছিল ওই দু’জন। মনে করা হচ্ছে, তারা আত্মঘাতী হামলাকারী হওয়ার প্রশিক্ষণও নিয়েছিল। ধৃতদের জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।