আমুদরিয়া নিউজ: পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে জঙ্গি হামলায় প্রাণ গেল ২ ভারতীয় শ্রমিকের। আরও এক ভারতীয় শ্রমিককে অপহরণ করেছে ওই সন্ত্রাসবাদীরা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে নাইজারের রাজধানী নিয়ামে থেকে ১৪০ কিলোমিটার দূরে দোসোর একটি নির্মীয়মান আবাসনে হামলা চালায় জঙ্গিরা। তাতে দুই ভারতীয় শ্রমিক নিহত হন। এক জন অপহৃত হন। জানা গিয়েছে, নিহত দুই ভারতীয় শ্রমিকের মধ্যে একজন ঝাড়খণ্ডের বোকারোর বাসিন্দা গণেশ কারমালি। অপর শ্রমিকের নাম কৃষ্ণান। তিনি দক্ষিণ ভারতের বাসিন্দা। এছাড়া অপহৃত হয়েছেন জম্মু-কাশ্মীরের বাসিন্দা রঞ্জিত সিং। ভারতীয় দূতাবাস জানিয়েছে, নিহতদের দেহ দেশে ফিরিয়ে আনা এবং অপহৃত ব্যক্তির নিরাপদ মুক্তি নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
